কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলফি

কলম্বোর প্রখ্যাত হোটেল সিনামন গ্র্যান্ডে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে সনদ গ্রহণ করছেন আলফি। ছবি : সংগৃহীত
কলম্বোর প্রখ্যাত হোটেল সিনামন গ্র্যান্ডে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে সনদ গ্রহণ করছেন আলফি। ছবি : সংগৃহীত

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইউল্যাবের সাবেক শিক্ষার্থী যুব সংগঠক আলফি শাহরীন। ৬ ও ৭ ডিসেম্বর কলম্বোর প্রখ্যাত হোটেল সিনামন গ্র্যান্ডে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নেন তিনি।

তামাকবিরোধী আন্তর্জাতিক সংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে) আয়োজিত সম্মেলনে অংশ নেন বাংলাদেশের ১০ যুব প্রতিনিধি। সম্মেলনে বাংলাদেশে তামাকবিরোধী প্রচারণার মাধ্যমে জনমত গড়ে তুলতে তার সংগঠন নারী মৈত্রীর ভূমিকা তুলে ধরেন। বিশেষ করে ই-সিগারেটের বিষয় তার অভাবনীয় সফলতার গল্প শোনান আন্তর্জাতিক এই পরিসরে। তুলে ধরেন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের উদ্যোগ ও নেতৃত্বের কথাও। তামাক ব্যবহারের মতো গুরুতর সমস্যা মোকাবিলায় তথ্যভিত্তিক উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশল এবং শিল্পপ্রতিষ্ঠানের হস্তক্ষেপ প্রতিরোধে বিভিন্ন সেশনের মাধ্যমে এই সম্মেলন যুব নেতৃত্বের অভিজ্ঞতা জানান আলফি শাহরীন।

আলফি শাহরীন তামাকবিরোধী এই সম্মেলনে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প তুলে ধরেন এবং নীতিনির্ধারণ ও জনস্বাস্থ্য প্রচারণায় উদ্ভাবনী পন্থার ওপর জোর দেন। দুই দিনের এই সম্মেলন শেষ হয় একটি সনদপত্র প্রদান অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়। এ সময় তারা বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, এন্টি টোব্যাকো, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, ড্রপ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী প্রভৃতি তামাক প্রতিরোধী সংস্থার প্রতিনিধিত্ব করেন।

এই সম্মেলনে প্রথমবারের মতো দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আলফি। তিনি বলেন, ‘এই সম্মেলনে অংশগ্রহণ ও দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র ভ্রমণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর তামাকবিরোধী কর্মকাণ্ডের অভিজ্ঞতা নেওয়াটা আমার জন্য চরম পাওয়া। পারস্পরিক অভিজ্ঞতার আলোকে আগামীতে তামাকবিরোধী প্রচারণায় কাজে লাগাতে পারবো বলে আমি বিশ্বাস করি।’

ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী আলফি বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী মিডিয়া অ্যান্ড কমিউনেকশন অফিসার পদে কর্মরত। এর আগে তিনি সফলতার সঙ্গে দেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টিং ও প্রোগ্রাম উপস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাগজের কাপে চা-কফি খাচ্ছেন? পিছু নিতে পারে ভয়াবহ যেসব রোগব্যাধি

‘কোরআন অবমাননা’ / সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

বিসিবি নির্বাচন ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন বুলবুল

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ পেলেন ৬০ প্রশিক্ষণার্থী

কয়েক মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়, বিধ্বস্ত একাধিক গ্রাম

রুয়েটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন নিয়ে আইনি নোটিশ

১০

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

১১

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : ফখরুল ইসলাম

১২

কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

১৩

ঐকমত্য কমিশনের আলোচনা ৮০ শতাংশ ইতিবাচক : রাশেদ খান

১৪

হ্যান্ডশেকের পর এবার ভারত-পাকিস্তান ম্যাচে টস বিতর্ক

১৫

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

১৬

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

১৭

গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

১৮

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১৯

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

২০
X