শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক ন্যায়বিচারে রুবী গজনবী পুরস্কার জিতল নারীপক্ষ

ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

বীরাঙ্গনা সংশ্লিষ্ট দীর্ঘদিনের কাজ ও অবদানের জন্য ২০২৩ সালের ‘রুবী গজনবী অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস’ পুরস্কার নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’কে প্রদান করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট শিল্পী ফরিদা পারভীনের সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য দেন প্রফেসর নায়লা কবির ও প্রফেসর পারভীন হাসান এবং অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও নারীপক্ষের পক্ষে বক্তব্য দেন প্রফেসর ফিরদৌস আজিম।

এ ছাড়া ২০২৪ সালের রুবি গজনবী পুরস্কারের জন্য ‘মোনঘর’কে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বোর্ড ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপারসন রুবি গজনবীর জীবন ও কাজের স্মরণে এই পুরস্কারটি ২০২৩ সালে চালু করা হয়। রুবি গজনবী তার জীবনের অনেকটা অংশই নিয়োজিত করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশ চারুশিল্পের ঐতিহ্যের সংরক্ষণ এবং তথায় নিয়োজিত চারুশিল্পীদের জীবন উন্নয়নে। তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাজ করেছেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গানাদের মর্যাদা ও কল্যাণকর কাজে বলিষ্ঠ অবদান রেখেছিলেন। এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ও সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ, যা রুবি গজনবীর ধারণকৃত মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট।

রেজাউর রহমান, এফসিএ তার পিতা আবুল ফয়েজ মুজিবুর রহমান, আইসিএসের সম্মানে দাতব্য ট্রাস্ট হিসেবে ১৯৮৫ সালে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও কার্যক্রমকে সহায়তা ছাড়াও এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মান উন্নয়ন। এ ক্ষেত্রে গণিত শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণিত শিক্ষায় কৃতিত্বের জন্য এই ফাউন্ডেশনের শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করে থাকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও গণিতে উৎকৃর্ষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত ৮ তলাবিশিষ্ট ‘এএফ মুজিবুর রহমান গণিত ভবন’ নির্মাণ ও হস্তান্তর করা হয়। ফাউন্ডেশন আশা করে এই ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে গণিত শিক্ষা ও গবেষণায় এই এলাকায় শ্রেষ্ঠত্বের এক অনন্য কেন্দ্র বা সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে গণিত সোসাইটির ‘জাতীয় স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডের’ সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X