স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত ক্রীড়া মন্ত্রণালয়, কোথায় অফিস করবেন আসিফ মাহমুদরা?

নিজ মন্ত্রণালয় পরিদর্শন করেন আসিফ মাহমুদ ভূঁইয়া। ছবি : সংগৃহীত
নিজ মন্ত্রণালয় পরিদর্শন করেন আসিফ মাহমুদ ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গত বুধবার মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। যার ফলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের বেশ কিছু কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন এবং তা নেভানোর কাজে ব্যবহৃত পানির কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা আপাতত সম্ভব নয়। এ অবস্থায় ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দগ্ধ ভবন পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী জাতীয় ক্রীড়া পরিষদে যান এবং ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কক্ষ ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীনে প্রতিষ্ঠান। ক্রীড়ামন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান। দুজনেরই ক্রীড়া পরিষদে নিজ নিজ অফিস কক্ষ রয়েছে। এ ব্যাপারে প্রাথমিক একটি খসড়া পরিকল্পনা তৈরি হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘সচিব মহোদয় সরেজমিনে পরিস্থিতি দেখেছেন। বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ জাতীয় ক্রীড়া পরিষদে সাময়িকভাবে স্থানান্তর করা হবে। আজ একটি খসড়া পরিকল্পনা হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন হবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের ষষ্ঠ তলার কনফারেন্স কক্ষ, নবম তলার মিনি সভাকক্ষ এবং শূন্য থাকা পরিচালক কক্ষগুলো সাময়িকভাবে মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া সপ্তম তলার কিছু কক্ষ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং এটি সব ফেডারেশন ও ক্রীড়া সংস্থার অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এর প্রশাসনিক ভবনের বেশ কিছু তলা বাণিজ্যিকভাবে ভাড়ায় দেওয়া হলেও, অগ্নিকাণ্ডের পর নতুন ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে কিছু কক্ষ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিকল্প পরিকল্পনাও নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলো—জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি এবং ক্রীড়া কল্যাণ সেবী ফাউন্ডেশন—তাদের নিজ নিজ জায়গা থেকে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রমে সহায়তা করবে।

অগ্নিকাণ্ডে সৃষ্ট জটিলতা কাটিয়ে দ্রুত মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার জন্য সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। এ পরিস্থিতি ক্রীড়া খাতের সার্বিক কার্যক্রমের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিউবাকে ট্রাম্প

গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে হাত মেলালেন তারেক রহমান

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

সহজ করে বুঝে নিন জেন-জির ভাষা

আওয়ামী লীগ নেতা কারাগারে

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে প্রেরণের নির্দেশ

বোমা মেরে পালানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে ইরানের অভিযোগ

এবার ইরাকে বড় আকারের আন্দোলনের শঙ্কা

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০

সকালের একটি মাত্র ছোট অভ্যাসেই কমবে মানসিক চাপ

১১

বগুড়ায় পাঁচ বছরে ৪০০ খুন

১২

খুবি শিক্ষককে ২ বছরের জন্য অব্যাহতি

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

১৫

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে নাবিল গ্রুপ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

মেঘনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ

১৮

১২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

২০
X