কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমে এসেছে : মেয়র তাপস

রাজধানীর বংশালে খেলার মাঠ উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে মেয়র ব্যারিস্টার শেখ তাপস। ছবি : কালবেলা
রাজধানীর বংশালে খেলার মাঠ উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে মেয়র ব্যারিস্টার শেখ তাপস। ছবি : কালবেলা

সময়োপযোগী পদক্ষেপের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ ভাগ থেকে ১০ ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ জুন) রাজধানীর বংশাল এলাকার ৩২ নম্বর ওয়া সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র বলেন, ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেত। মনে হতো বন্যা হয়ে গেছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ ভাগে নিয়ে এসেছি।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খাল ও নর্দমা সিটি করপোরেশনে হস্তান্তরের পর গৃহীত কার্যক্রমের ফলে জলমগ্ন পরিস্থিতির উন্নতি ঘটেছে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বর্ষা মৌসুমে আমাদের বড় দুশ্চিন্তা অবশ্যই জলমগ্নতা এবং জলাবদ্ধতা। তবে আমরা যখন ২০২০ সালে দায়িত্ব নিই তখন খাল-নর্দমাগুলো আমাদের দায়িত্বে ছিল না। তখন অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। মনে হতো যেন বন্যা হয়ে গেছে। আমরা যখন সোচ্চার হয়েছি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর নেতৃত্বে খাল ও নর্দমাগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর আমরা ১৩৬টা স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করেছি। যার ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া এখন আর জলমগ্নতা নেই।

যেসব কাজ চলমান, সেগুলো শেষ হলে আগামী মৌসুমে আর জলাবদ্ধতা থাকবে না বলেও মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় জানান।

একটি উন্নত রাজধানী গড়ে তোলায় লক্ষ্য জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের লক্ষ্য একটি উন্নত রাজধানী, উন্নত ঢাকা গড়ায় ওয়ার্ডভিত্তিক পর্যাপ্ত খেলার মাঠ, উদ্যানের ব্যাবস্থা করা। উন্মুক্ত জায়গার ব্যবস্থা করা। যেখানে ছেলেমেয়েরা খেলতে পারবে, মুরব্বিরা হাঁটতে পারবে এবং একটু নির্মল বাতাস উপভোগ করতে পারবে, একটু সবুজায়ন থাকবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কার্যক্রম পুরোদমে চলছে।

এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস সামসাবাদ খেলার মাঠের হাঁটার পথ (ওয়াকওয়ে) সংলগ্ন জায়গায় একটি পলাশ গাছের চারা রোপণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশীদ, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আ. মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে গুলি করে হত্যা

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

তামিমকে ‘দালাল’ বলা পরিচালককে নোটিশ পাঠাল বিসিবি

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

১০

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক ক্যাম্পেইন চালাবে ডাকসু : সাদিক কায়েম

১১

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

১২

ভারতীয় গণমাধ্যমের দাবি / বাংলাদেশ ইস্যুতে বড় চাপে জয় শাহ

১৩

জনগণের সেবায় নিয়োজিত থাকাই বিএনপির মূলনীতি : শামা ওবায়েদ

১৪

ঢাবি ক্যান্টিনের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

১৫

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

১৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আশার বার্তা

১৮

বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

১৯

বনশ্রী থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X