বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে পানি ছিটিয়ে সরানো হলো অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের আমরণ অনশন। ছবি: সংগৃহীত
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের আমরণ অনশন। ছবি: সংগৃহীত

মধ্যরাতে পানি ছিটিয়ে সরানো হয়েছে আমরণ অনশনে থাকা অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের (এসআই)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সচিবালয়ের ১নং গেটের বিপরীত পাশে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তা থেকে শাহবাগ থানা পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দেন।

অনশনে থাকা শিক্ষানবিশ এসআইদের অভিযোগ, শীতের রাতে নির্দয়ভাবে পুলিশ সদস্যরা জলকামান দিয়ে তাদের উপর পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করেছে। এরপর ধাক্কা মেরে, গায়ে হাত তুলে তাদের সরানো হয়।

কারণ হিসেবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর কালবেলাকে বলেন, সচিবালয়ের সামনে এভাবে বসে থাকা নিরাপত্তার জন্য সমস্যা তৈরি করে। যে জন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

শীতের রাতে পানি ছিটিয়ে সরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ঠিক না।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা চাকরি পুনর্বহালের দাবিতে গত সোমবার থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা জানান, সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই আলমগীর হোসেন বলেন, গতকাল আমাদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি বিবেচনায় রয়েছে জানালেও আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ পাইনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।

তারা জানিয়েছেন, একই দাবিতে ৫ ও ৬ জানুয়ারি তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তখন দাবি মেনে নিতে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তারা সচিবালয়ের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল থেকে শুরু করেন আমরণ অনশন। সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে দেখা করেন। তবে কোনো আশ্বাস না পেয়ে তারা অনশন অব্যাহত রাখেন। এরই মধ্যে মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ২১ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আরও ১১ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।

তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা বলছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। এতে তারা ও তাদের পরিবার অসহায় বোধ করছে। শিগগিরই তারা এ অবস্থার প্রতিকার চান।

এদিকে ৪০তম ব্যাচের শিক্ষানবিশ এসআইরা প্রশিক্ষণ শেষে মঙ্গলবার র‍্যাঙ্ক ব্যাজ পেয়েছেন। আগামীকাল বুধবার তাদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X