এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভ্যাট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, মার্শাল অ্যাগ্রো সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানির দাবি করলেও সেখানকার প্রতিষ্ঠান বেস্ট কেমিক্যাল তা অস্বীকার করে। পরে গত ১৪ আগস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয় ডিএনসিসি।
তাদের চিঠির জবাবে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) মার্শাল জানায়, বিটিআই তারা চীনের একটি কোম্পানির মাধ্যমে সরবরাহ করেছে। কিন্তু মার্শাল অ্যাগ্রোভেটের এই ব্যাখ্যার সঙ্গে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। এর ফলে তাদের ব্যাখ্যা গ্রহণ করেনি সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিটিআই সরবরাহের ক্রয় আদেশও বাতিল করেছে ডিএনসিসি।
এ ছাড়া বিষয়টি তদন্তে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, অভিযোগের ভিত্তিতে বিটিআই আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভ্যাটকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতারণা বা ছলচাতুরি এমনকি তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিটিআই সরবরাহে ডিএনসিসির উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে সেরা দরদাতা নির্বাচিত হয় মার্শাল অ্যাগ্রো। তবে রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠানের নেই আমদানি লাইসেন্স। শর্ত ছিল, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশ, সিঙ্গাপুর, ভারত বা মালয়েশিয়া থেকে বিটিআই আমদানি করতে হবে। তবে ডিএনসিসির জন্য বিটিআই আমদানি করা হয়েছে চীনা কোম্পানি শানডং গ্যানন অ্যাগ্রোকেমিক্যাল থেকে।
মন্তব্য করুন