ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাক্ষাৎ হয়েছে।
ভারতের ব্যাঙ্গালুরে চলমান জি-২০ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের সময় উভয়পক্ষের মধ্যে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা দুই দেশের সংস্থার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইসিটি, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ইকোনমি এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য সহযোগিতার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আইসিটি প্রতিমন্ত্রী পলক বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি বিষয়ে ভারতীয় মন্ত্রীকে অবহিত করেন।
মন্তব্য করুন