কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংস্কার প্রয়োজন’

ড. বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা
ড. বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের নিকট ফেরত দিতেই সংস্কার করতে হবে।

সোমবার (২৪ মার্চ) আমার বাংলাদেশ (এবি) পার্টি’র উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়ালখুশি মতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।

বদিউল আলম মজুমদার প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারছেন? এ সময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক ধ্বনি দিয়ে জানান দেন। তিনি বলেন, আমরা দেশটাকে আর ভোটারবিহীন সংস্কৃতিতে রাখতে চাই না। সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ড. শহীদুল আলম বলেন, এই গণইফতারে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরনের প্রোগ্রাম আমাকে অভিভূত ও আবেগতাড়িত করে। অধিকাংশ দল ও মানুষ রাজনীতিই করেন ক্ষমতা প্রদর্শন ও অর্থ উপার্জন করার জন্য। একটি রাজনৈতিক দলের আদর্শ যে এভাবে প্রকাশ করা যায় তা এবি পার্টিকে না দেখলে বোঝা যেত না। তিনি বিভিন্ন দাবি আদায়ে জনদুর্ভোগ না করার পরামর্শ দিয়ে বলেন, দাবি-দাওয়া আদায়ের জন্য সাধারণ মানুষের ক্ষতি বা জনদুর্ভোগ তৈরি করা যাবে না। তিনি জনগণের সমঅধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, এজন্যই আমরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমতার কারণেই আমি গাড়ি না ব্যবহার করে সাইকেল ব্যবহার করি। ইসরাইলি গণহত্যা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, সভ্য বিশ্বে এমন বর্বরতা চলতে পারে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে আরও বক্তব্য দেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ড. শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন শামস, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবদুল হক সানী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার ও কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সেলিম খান, বারবার নাসির আহমদ, আমানুল্লাহ সরকার রাসেল, মাহবুব শামীম, আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, আবু বকর সিদ্দিক, রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত / ব্ল্যাক বক্স রেকর্ডিংয়ে মিলল পাইলটের সম্পৃক্ততা

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৩ মণের দুটি ‘পাখি মাছ’

অফিস টাইম মানছেন না মেট্রোরেলের কর্মচারীরা, নোটিশ জারি

ব্যবসায়ী হত্যায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

জুলাইয়ের শহীদদের স্মরণে এনএসইউতে রক্তদান কর্মসূচি

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠিত 

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

তরুণীকে রাস্তায় একা পেয়ে হামলে পড়ল ৪ কুকুর (ভিডিও)

১০

সিনেমা-গানের কার্যক্রম বাড়াচ্ছে সৌদি আরব

১১

ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

১২

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

সহকর্মীদের আয়োজনে তানিনের দোয়া মাহফিল, কোথায় শিল্পী সমিতি?

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৫

সড়কে নয়, জনস্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ : জামায়াত সেক্রেটারি

১৬

পাঁচ দিন যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

১৭

গোপালগঞ্জের হামলা তদন্তে কমিটি গঠন করেছে সরকার

১৮

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

১৯

ইরান কেন ইসরায়েলের আশদোদ ও হাইফা তেল শোধনাগারে হামলা করেছিল?

২০
X