কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংস্কার প্রয়োজন’

ড. বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা
ড. বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের নিকট ফেরত দিতেই সংস্কার করতে হবে।

সোমবার (২৪ মার্চ) আমার বাংলাদেশ (এবি) পার্টি’র উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়ালখুশি মতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।

বদিউল আলম মজুমদার প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারছেন? এ সময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক ধ্বনি দিয়ে জানান দেন। তিনি বলেন, আমরা দেশটাকে আর ভোটারবিহীন সংস্কৃতিতে রাখতে চাই না। সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ড. শহীদুল আলম বলেন, এই গণইফতারে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরনের প্রোগ্রাম আমাকে অভিভূত ও আবেগতাড়িত করে। অধিকাংশ দল ও মানুষ রাজনীতিই করেন ক্ষমতা প্রদর্শন ও অর্থ উপার্জন করার জন্য। একটি রাজনৈতিক দলের আদর্শ যে এভাবে প্রকাশ করা যায় তা এবি পার্টিকে না দেখলে বোঝা যেত না। তিনি বিভিন্ন দাবি আদায়ে জনদুর্ভোগ না করার পরামর্শ দিয়ে বলেন, দাবি-দাওয়া আদায়ের জন্য সাধারণ মানুষের ক্ষতি বা জনদুর্ভোগ তৈরি করা যাবে না। তিনি জনগণের সমঅধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, এজন্যই আমরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমতার কারণেই আমি গাড়ি না ব্যবহার করে সাইকেল ব্যবহার করি। ইসরাইলি গণহত্যা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, সভ্য বিশ্বে এমন বর্বরতা চলতে পারে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে আরও বক্তব্য দেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ড. শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন শামস, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবদুল হক সানী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার ও কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সেলিম খান, বারবার নাসির আহমদ, আমানুল্লাহ সরকার রাসেল, মাহবুব শামীম, আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, আবু বকর সিদ্দিক, রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

২৫ মে : আজকের নামাজের সময়সূচি

সম্মেলনে বক্তারা / শাপলা গণহত্যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল প্রেরণা

টেন্ডার অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঢাবিতে জুলাই চত্ত্বর

‘স্বার্থান্বেষী মহল সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুলেছ’

আশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডাকসুর নির্বাচন কমিশনের দাবিতে শিবিরের আলটিমেটাম

ঢাবি সাদা দলের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আল-আমিন

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ

১০

জ্বালানি খাতে দুর্নীতির তালিকা প্রকাশের আহ্বান অধ্যাপক আনু মুহাম্মদের

১১

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ওয়েবসাইটে সাইবার হামলা

১২

চবিতে জাতীয় ছায়া আইনসভার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

১৩

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে সাজিদ ও সাফায়েত চ্যাম্পিয়ন

১৪

জাল সনদে চাকরি / ২ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল

১৫

সেমিনারে বক্তারা / মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এক্লাম্পসিয়া

১৬

জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক

১৭

জুলাই আন্দোলনে হামলা / পরস্পরকে চাঁদাবাজ বললেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

১৮

যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ

১৯

থেমে থেমে বৃষ্টি ঝরবে কয়েকদিন, মঙ্গলবার থেকে ভারি বৃষ্টি

২০
X