কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টাদের ভ্রমণ বিল তুলতে দিতে হবে ৭ তথ্য

মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয়ের রাষ্ট্রীয় বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সরকার। গত ৪ মে ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ কিংবা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে সাত ধরনের তথ্য উপস্থাপনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রটি বুধবার (৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রিগণ সরকারি কাজে অভ্যন্তরীণ বা বৈদেশিক ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের লক্ষ্যে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিগণবিষয়ক ইউনিটে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ থেকে অগ্রিম অর্থ বরাদ্দ অথবা ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে বিল দাখিল করা হয়। প্রেরিত বিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করলে এ-সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।

এজন্য ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ বা অগ্রিম অর্থ বরাদ্দ প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে সাতটি বিষয় অনুসরণ করতে বলা হয়েছে।

এগুলো হলো- ১. ভ্রমণকারীর স্বাক্ষর ও সিলসহ প্রস্তুতকৃত বিলের সঙ্গে, বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকার প্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি, যানবাহনের ভাড়ার প্রকৃত পরিমাণসহ টিকিট, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি, আবাসিক হোটেলের প্রকৃত পরিশোধিত বিলের কপি/প্রমাণক, বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে টাকার সঙ্গে বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য সকল ব্যয়ের ভাউচার/প্রমাণক দিতে হবে।

২. সরকার প্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লিখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় ভ্রমণ করা হলে পুনরায় অনুমোদন গ্রহণ করতে হবে।

৩. অগ্রিম বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৭ লাখ টাকার অধিক দাবি করা হলে অর্থ বিভাগের অনুমতি গ্রহণ সাপেক্ষে বিল দাখিল করতে হবে।

৪. অগ্রিম অর্থ গ্রহণপূর্বক ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সম্পন্নের ১ (এক) মাসের মধ্যে ওই অগ্রিমের সমন্বয় বিল দাখিল করতে হবে। পূর্বের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদান করা হবে না।

৫. অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়করণের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে বিল দাখিল করতে হবে।

৬. বিল দাখিলের ক্ষেত্রে মূলকপিসহ মোট ৩ সেট দাখিল করতে হবে।

৭. সকল ফটোকপির সত্যায়িত কপি দাখিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

০৫ জুলাই : আজকের নামাজের সময়সূচি

ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বাকৃবির ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ মাত্র ৪ শতাংশ

বগুড়ায় ভুয়া কনস্টেবল গ্রেপ্তার

‘দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’

রাজধানীতে বিএনপি নেতা তেনজিংয়ের নেতৃত্বে লিফলেট বিতরণ

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে : নাহিদ ইসলাম

আ.লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগাং ক্লাবের মূল ফটকে বৈষম্যবিরোধীদের অবস্থান

১০

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফিরেছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে : আসিফ নজরুল

১১

‘আগামী নির্বাচনে আর কোনো প্রহসন চলবে না’

১২

জুলাইয়ে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের : আসিফ মাহমুদ

১৩

ভবিষ্যতে আ.লীগ বলে কোনো দল থাকবে না : রিপন

১৪

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

পোল্যান্ডের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১৬

ইসকনের আলোচনায় নেতারা / বিএনপির ওপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান

১৭

বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সা. সম্পাদক রাফিউর রহমান

১৮

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

১৯

চট্টগ্রামে চালু হলো থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের অফিস

২০
X