জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম ও ভ্যাটের নন-ক্যাডার কর্মকর্তারা তাদের পুরোনো পদবি ইন্সপেক্টর-সুপারিনটেনডেন্ট পদ পুনর্বহালের দাবিতে প্রোফাইল পরিবর্তন করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কাস্টম-ভ্যাটের নন-ক্যাডার হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা হিসেবে কাজ করছেন। পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবি বিলুপ্ত করে। এই পদবি পুনর্বহালের দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চলছে বলেও কালবেলাকে নিশ্চিত করছেন কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টম-ভ্যাটের প্রায় পাঁচ হাজারের বেশি কর্মকর্তা এই দাবিতে আন্দোলন শুরু করেছেন। ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা।
মন্তব্য করুন