কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:৫২ এএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য, শুরু সচিবালয় থেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ৭০টিরও বেশি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী (১৮ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, দুই হাজার মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের জুলাই ঐক্য। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ হলেও তার দোসররা এখনো স্বপদে বহাল। গণঅভ্যুত্থানের পর কয়েকজনের কুপরামর্শের কারণে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন হয়নি। যার সুফল ভোগ করছে সচিবালয় ও গণমাধ্যমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসররা।

মোসাদ্দেক বলেন, সোমবার (১২ মে) অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করেছে। গ্যাজেট অনুযায়ী ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, ৫ আগস্টের পর সরকারে থাকা কিছু দুর্নীতিবাজ উপদেষ্টা ও আমলারা মিলে একটি বাণিজ্য গড়ে তুলেছে। যেখানে অর্থের বিনিময়ে সচিবদের রক্ষা করার ঠিকাদারি নেওয়া হয়েছে। আমরা দেখেছি কীভাবে আওয়ামী লীগের দোসরদের পদোন্নতি দিয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে।

ইন্টেরিম সরকার সংস্কারের কথা বললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। তাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরকে (সচিবালয়, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন) দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।

এমতাবস্থায় জুলাই ঐক্যের প্ল্যাটফর্মে থাকা ৭০টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে প্রথমে সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার। সিদ্ধান্ত অনুযায়ী আগামী (১৮ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে।

ইতোমধ্যে জুলাই ঐক্যের সংগঠকরা তালিকা তৈরি এবং যাচাই-বাছাই শুরু করেছেন। তালিকার প্রতিটি তথ্য একাধিকবার যাচাই বাছাই করেই চূড়ান্ত করা হবে। তালিকা দেশ ও জাতির সামনে তুলে ধরার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হবে।

জুলাই ঐক্যের পরবর্তী পদক্ষেপ গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ। যার জন্য আমাদের ২০ সদস্যের একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সাংবাদিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জুলাই ঐক্যের প্রতিনিধিদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

১০

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

১১

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

১২

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১৩

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১৪

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১৫

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৬

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

১৭

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

১৮

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

২০
X