সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ২০১৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সাত দফা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আগামী ২২ থেকে ২৩ সেপ্টেম্বর গণঅনশন ও গণঅবস্থান এবং ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে কলোনির উচ্ছেদ অবস্থা পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় ঐক্য পরিষদের নেতারা একথা বলেন। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে হরিজন কলোনির বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, মহিলা ঐক্য পরিষদের নেতা দেবাঙ্গনা বসু চৌধুরী নদী, গোপীবাগ হরিজন ঐক্য পরিষদের সভাপতি পারদ লাল, সাধারণ সম্পাদক লিটন দাস, গোলাপ দাস প্রমুখ।
সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
এসব দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে সংগঠনটি। সম্প্রতি সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। বৈঠকে দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদের নেতারা।
মন্তব্য করুন