ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ডিএমপি কমিশনার স্কুলটির নির্মাণকাজে টেকসই ও মানসম্মত স্থাপনার ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মন্তব্য করুন