কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সীমানা পরিবর্তনে ক্ষুব্ধ কাউন্দিয়াবাসী, ভোট বর্জনের হুমকি

কাউন্দিয়া ইউনিয়ন এলাকা। ছবি : কালবেলা
কাউন্দিয়া ইউনিয়ন এলাকা। ছবি : কালবেলা

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা-১৪ আসন থেকে কাউন্দিয়া ইউনিয়নকে বাদ দিয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে চরম ক্ষোভে ফুঁসছেন ওই এলাকাবাসী। এ সিদ্ধান্তে তারা শুধু বিস্মিতই নয়, বরং আন্দোলন এবং ভোট বর্জনের হুমকি দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর পাশাপাশি ঢাকা-২ আসনে কাউন্দিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকা নতুনভাবে যুক্ত করার প্রস্তাব এসেছে।

রোববার (২ আগস্ট) এই খসড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা বলছেন, তারা দীর্ঘদিন ধরেই ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছেন। এখান থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হলে তাদের দৈনন্দিন যাতায়াত, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পেতে মারাত্মক অসুবিধায় পড়তে হবে।

বিএনপি নেতা সোহেল খান বলেন, ‘কাউন্দিয়া ইউনিয়নের মানুষ প্রতিদিন মিরপুরের সঙ্গে যোগাযোগ রাখে মাত্র ৫ টাকায় নদী পার হয়ে। স্কুল, কলেজ, হাসপাতাল সবই মিরপুরকেন্দ্রিক। এখন যদি কাউন্দিয়াকে ঢাকা-২-এ পাঠানো হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। মানুষ দুর্ভোগে পড়বে।’

প্রবীণ স্থানীয় ভোটার আব্দুল খালেক বলেন, ‘আগে যখন সাভারে ছিলাম, তখন কোনো উন্নয়ন দেখিনি। এখন শান্তিতে আছি। আবার যদি, পুরোনো জায়গায় পাঠানো হয়, তাহলে বঞ্চনার শিকার হবো। প্রয়োজনে আমরা ভোট বর্জন করব।’

স্থানীয় সাংবাদিক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ বলেন, ‘ঢাকা-১৪ আসনে যুক্ত হওয়ার পর কাউন্দিয়া ইউনিয়নে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সবকিছুতেই অগ্রগতি এসেছে। আমরা এখানেই থাকতে চাই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রোববার (৩ আগস্ট) আনুষ্ঠানিক আপিল করব।’

দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৪ আসনের সম্ভাব্য প্রার্থী এস এ সিদ্দিক সাজু বলেন, ‘কাউন্দিয়া থেকে ঢাকা-১৪-এর দূরত্ব মাত্র ৩০০ ফিট, অথচ ঢাকা-২-এর দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। জনস্বার্থেই এই ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৪-তে রাখা উচিত। নয়তো যোগাযোগ ব্যবস্থা দুরূহ হবে, ব্যয়ও বাড়বে। নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হবে সাধারণ মানুষ।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট পর্যন্ত খসড়া সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে কমিশন।

এদিকে কাউন্দিয়া ইউনিয়নবাসী সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি না মানা হলে গণআন্দোলন এবং ভোট বর্জনসহ কঠোর কর্মসূচিতে নামবেন। তারা চায়, আবারও যেন ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই : শরীফ

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন / খুলনা বিভাগে রেজিস্ট্রেশন করেছে লক্ষ্যমাত্রার ৩১ শতাংশ শিশু-কিশোর

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের গণসংযোগ

শখের রঙিন মাছে লাখপতি জয়

সরকার একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে : মুহাদ্দিস আব্দুল খালেক

মিয়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য উদ্বেগজনক : প্রধান উপদেষ্টা

অভিষেকের ঝড়ো ফিফটিতে ভারতের রানের পাহাড়

পিএসজি ম্যাচের আগে বার্সা শিবিরে বড় ধাক্কা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

১০

জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

১১

বিভ্রান্তিমূলক প্রচারণা গুরুতর উদ্বেগের বিষয় : প্রধান উপদেষ্টা

১২

শাবিপ্রবির তিন হলের নাম পরিবর্তন, নির্মাণাধীন তিনটির নামকরণ

১৩

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

১৪

শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি : আমান

১৬

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি : প্রধান উপদেষ্টা 

১৭

জাতিসংঘে প্রধান উপদেষ্টা / স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান চায় বাংলাদেশ

১৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই বেরিয়ে গেলেন অনেক প্রতিনিধি

১৯

ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিতে বাধা নেই : বাংলাদেশ ব্যাংক

২০
X