কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র : যে সময়-যেখান থেকে ছাড়বে ৮ জোড়া ট্রেন

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (০৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশের সব অঞ্চলের ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে চড়ে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীরা রাজধানীতে এসে পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খাইরুল কবির স্বাক্ষরিত এক নির্দেশনায় ট্রেনের সময়সূচি ঘোষণা করা হয়।

পাঠকদের জন্য নিচে ৮ জোড়া (১৬টি) ট্রেনের সময়সূচি দেওয়া হলো—

১. চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ১টায়।

২. জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর

জয়দেবপুর থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে রাত ৯টা ১৫ মিনিটে।

৩. নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে।

৪. নরসিংদী-ঢাকা-নরসিংদী

নরসিংদী থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একই দিন কমলাপুর থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

৫. সিলেট-ঢাকা-সিলেট

সিলেট থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে।

৬. রাজশাহী-ঢাকা-রাজশাহী

রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ৬ আগস্ট ভোট ৪টায়।

৭. রংপুর-ঢাকা-রংপুর

রংপুর থেকে বিশেষ ট্রেনটি সোমবার (০৪ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে রংপুর পৌঁছাবে বুধবার (৬ আগস্ট) ভোর ৫টায়।

৮. ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা

ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনটি মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টায়। একই দিন কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে ভাঙা পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।

এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর গতকাল রোববার এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেলওয়ে ট্রেনগুলোর রুট, সময় ও আসনসংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের একটি ট্রেনের জন্য সাড়ে ১০ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে ৭ লাখের কিছু বেশি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দিয়েছি। সরকার অর্থ পরিশোধ করছে, এটাই মূল বিষয়।’

এর আগে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের বড় কর্মসূচিতে অংশ নিতে একইভাবে ট্রেন ভাড়া করে। রোববার (০৩ আগস্ট) ছাত্রদলের শাহবাগের ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়ায় আনা হয়। তার আগে জামায়াতে ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানের ‘জাতীয় সমাবেশ’-এ প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চারটি রুটে বিশেষ ট্রেন ভাড়া করেছিল, যার ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।

রেল কর্মকর্তারা জানান, কোনো সংস্থা বা দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ট্রেন ভাড়া দেওয়া হয়ে থাকে। এসব ট্রেনে সাধারণ ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X