

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন এক যুবক। এসময় দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে তাকে রক্ষা করেন স্টেশনমাস্টার। টেনে তোলেন প্ল্যাটফর্মে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের একটি রেলস্টেশনে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় ট্রেন ধরার জন্য পাণ্ডবপুরা স্টেশনে আসেন এক যুবক। কিন্তু তিনি দেরি করে সেখানে পৌঁছোন। তিনি যখন স্টেশনে আসেন, তখন ট্রেনটি কেবল প্ল্যাটফর্ম ছাড়ছিল।
ট্রেনটিকে প্ল্যাটফর্ম ছাড়তে দেখে দৌড়োতে শুরু করেন ওই যুবক। কিন্তু চলন্ত ট্রেনে ওঠার সময় তার পা পিছলে যায়। তিনি পড়ে যান। কিন্তু ট্র্রেনের দরজার হাতল ধরে থাকায় টানাহেঁচড়া করে এগুতে থাকেন তিনি। ঠিক ওই সময় বিষয়টি লক্ষ করে দৌড়ে আসেন ওই স্টেশনমাস্টার অভিজিৎ সিংহ। এক টানে যাত্রীকে তুলে আনেন তিনি। রক্ষা করেন বড় বিপদ থেকে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে দক্ষিণ-পশ্চিম রেলওয়ের এক্স হ্যান্ডল থেকে। ভিডিওটি দেখে স্টেশনমাস্টারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। চলন্ত ট্রেনে ওই ভাবে ওঠার চেষ্টা করার জন্য যুবকের সমালোচনাও করেছেন অনেকে।
একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘সাহসী স্টেশনমাস্টারকে পুরস্কার দেওয়া উচিত। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যিকারের বীর। কীভাবে একজনের প্রাণ বাঁচালেন স্টেশনমাস্টার!’
মন্তব্য করুন