ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে গণমাধ্যম প্রতিনিধিদের এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের ৩০টিরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ বৈঠক। সেখানে রাশিয়ান হাউসের কৌশলগত অগ্রাধিকার ও আসন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস।
অংশগ্রহণকারীরা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধির উপায় নিয়ে মতবিনিময় করেন।
এসময়, ঢাকার রাশিয়ান হাউস উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের বাংলাদেশের মানুষের মাঝে রাশিয়ান সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
মন্তব্য করুন