ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানার খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি জানিয়ে ৮৩টি সংসদীয় আসন থেকে এক হাজার ৭৬০টি আবেদন এসেছে।
রোববার (১৭ আগস্ট) ইসির নির্বাচন পরিচালনা শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
জানা যায়, আবেদনগুলোর মধ্যে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে দাবি-আপত্তি নিয়ে সর্বোচ্চ আবেদন এসেছে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে সাতটি।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে একক আসন হিসেবে কুমিল্লা-১ আসনে ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে আবেদন পড়েছে ২৮৭টি। সিরাজগঞ্জ ৫ ও সিরাজগঞ্জ ৬ আসন থেকে আবেদন পড়েছে ২২০টি। এদিকে ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন পড়েছে সবচেয়ে বেশি ৭৯টি।
এর আগে গত ৩০ জুলাই সংসদীয় সীমানার খসড়া প্রকাশ করে।যেখানে ৩০০টি আসনের মধ্যে ৪০টি আসনের সীমায় পরিবর্তন করা হয়। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়।
ইসির সংসদীয় আসনের সীমানার ওপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
মন্তব্য করুন