ঢাকার নিম্ন আদালতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রাকে কেন্দ্র করে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের কোতোয়ালি জোনের এডিসি ও ওসিসহ সাতজন এবং বিএনপিপন্থি ১২ আইনজীবী রয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার এসি শাহিনুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, এএসআই বসির, কনস্টেবল রুহুল আমিন ও আনসার সুমন আলী।
বিএনপিপন্থী আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির ও এস এম হুমায়ূন কবির।
এর আগে দুপুর ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা পদযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করে। ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে আদালতের সামনের প্রধান সড়কে অবস্থান নেন। তখন তাদের সড়ক ছেড়ে দিতে বলে পুলিশ।
এ সময় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। বিএনপিপন্থি আইনজীবীরা সড়কে বসে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সরানো চেষ্টা করলেও আইনজীবীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
সেখানেও পুলিশ ও আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে আইনজীবী সমিতির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের পদযাত্রা শেষ হয়।
মন্তব্য করুন