কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে অতিথিদের সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। ছবি: কালবেলা
ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে অতিথিদের সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। ছবি: কালবেলা

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ। এ ঘটনাটির সত্যতা যাচাই সাপেক্ষে ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়- সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের উপস্থিতিতে জনবহুল এক সভায় বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামী নির্বাচনের পর মন্ত্রী হিসাবে দেখার আশা প্রকাশ করেছেন। তার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদেরকে পক্ষপাতহীন নিরপেক্ষ আচরণ করতে হবে। এটি সংবিধান ও সংশ্লিষ্ট সব আইনের অর্থ ও অর্ন্তনিহিত চেতনা। সংবিধানের ১২০ ও ১২৬নং অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৫ ও ৯১ (গ)নং অনুচ্ছেদসহ আরও বিভিন্ন আইন ও ধারায় এ বিষয়টি সুষ্পষ্ট। নির্বাচন বিষয়ে কমিশনের এখতিয়ার কেবল তফসিল ঘোষণার পর নয়, সব সময় বিদ্যমান থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বলা হয়, জেলা প্রশাসকরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসাবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে থাকেন। বর্ণিত অবস্থাধীনে সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ওপর জনমানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে মো. ইমরান আহমেদকে ওই ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনোরূপ নির্বাচনি দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা সমীচীন হবে এবং একই সঙ্গে জেলা প্রশাসকদেরকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেওয়া প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার (১১ সেপ্টেম্বর) জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চান জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ।

মো. ইমরান আহমেদ বলেন, ‘দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

তার এ বক্তব্যের ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা এখন পর্যন্ত ‘টক অব দ্য জামালপুর’।

এ বিষয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভে আহত ১২০

বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

শীতকালে গরম পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল জানবেন যেভাবে

সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

দক্ষিণী সিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

ঢাকা বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ-৫ পেল ২০১ শিক্ষার্থী

নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ জানালেন হামজা

১০

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ

১১

২০২৬ সালে ঈদুল ফিতর কবে?

১২

গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

১৩

সাতসকালে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

১৪

‘আমারও মেয়ে আছে, আমি তো মেয়েকে ক্রিকেট খেলতে পাঠাব না’

১৫

সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে যেসব কথা এড়িয়ে চলবেন

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

আ.লীগের ৩ নেতা আটক

১৮

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিবেক

১৯

বিএন‌পি নেতার কা‌ছে চাঁদা দা‌বি, যুবককে বেধড়ক পিটুনি

২০
X