শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে র‌্যালিপূর্ব আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ১০ নভেম্বর বিকেল ৪টায় আইডিইবি ভবনে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে ৮ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া, সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে নেতৃবৃন্দের অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার এবং ১১ নভেম্বর বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুরূপ কর্মসূচি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনা মূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে।

গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আইডিইবির পক্ষে জানানো হয়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট পরিবর্তন করছে, দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনো এত বেশি ছিল না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করছে। প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হলে বাংলাদেশকে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্রমাগত পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ প্রয়োজন।

আইডিইবি নেতারা বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ কেবল তার প্রাকৃতিক সম্পদ নয় বরং জনগণের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে। প্রাণবন্ত ও তরুণ জনসংখ্যার সাথে বাংলাদেশের একটা অনন্য সুবিধা বিদ্যমান। এই সুবিধা কাজে লাগানোর জন্য কেবল জনসংখ্যাগত শক্তিই যথেষ্ট নয়, এর জন্য অবশ্যই জনসংখ্যাকে দক্ষ ও উদ্ভাবনী কর্মীবাহিনীতে রূপান্তর করতে হবে।

নেতারা আশা প্রকাশ করেন, গণপ্রকৌশল দিবসের এবারের প্রতিপাদ্য দেশের নীতিনির্ধারককে এ বিষয়ে ভাবনা যোগাবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. গোলাম মোহাম্মদ, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. নওশের আহমেদ তামান্না, প্রকৌ. গোলাম কিবরিয়া, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোস্তফা কামাল, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১০

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১১

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১২

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৩

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

১৪

স্থগিত হওয়া পদ ফিরে পেলেন বিএনপি নেতা কচি

১৫

ঘাটাইলে বিএনপির ওবায়দুল হক নাসিরের মনোনয়ন পরিবর্তন দাবি

১৬

১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা পদে নিয়োগের নির্দেশ

১৭

‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

১৮

মধ্যপ্রাচ্যের এক দেশে সিরিজ হামলা ইসরায়েলের

১৯

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগ

২০
X