

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য-মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনীত করার দাবি জানানো হয়েছে।
এই দাবিতে মঙ্গলবার ও বুধবার (৪ ও ৫ নভেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তথা আজাদের কর্মী-সমর্থক-অনুসারীরা।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনে প্রার্থী পরিবর্তন করে লুৎফর রহমান খান আজাদকে মনোনীত করার দাবিতে তার কর্মী-সমর্থকরা আন্দোলন করছেন। এই দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
বিএনপি সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। সেবার টাঙ্গাইল-৩ আসন থেকে লুৎফর রহমান খান আজাদ দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
মন্তব্য করুন