

বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে ই-মেইলে পরিচালকদেরও অনুলিপি পাঠানো হয়।
মোরশেদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি। ব্যক্তিগত কারণ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হিসেবে মোরশেদুল ইসলাম যোগদান করেন। তিনি আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই।
মন্তব্য করুন