আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ধামরাই থানার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ধামরাইয়ের ইসলামপুরে অবস্থিত কাসিমুল উলুম শরীফিয়া মাদ্রাসা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন শেষে এই কমিটি দেওয়া হয়।
তাহাফফুজে খতমে নবুওয়ত ৭-নং জোনের উপদেষ্টা হাফেজ কারি খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী। সভায় মুফতী মাহফুজুর রহমানকে সভাপতি এবং মুফতী আবুল হুসাইন খাঁনকে সেক্রেটারি করে ১৫১ সদস্যবিশিষ্ট ধামরাই থানা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় মুফতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মাওলানা আলী আজম, মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি আবুল হুসাইন খাঁন, মুফতি আব্দুর রশিদ কাসেমী, মুফতি সানাউল্লাহ, মুফতি আতিকুর রহমান, মুফতি ইলিয়াস, মুফতি আব্দুর রহমান, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল হাসান, মুফতি রেজাউল করিম, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি আব্দুর রাজ্জাক, কারি শওকত আলী, মুফতি আশরাফ আলী, মুফতি মাহবুবুর রহমান, মুফতি রাশেদুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
মন্তব্য করুন