কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৭:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে সড়ক নিরাপত্তা আইনের দাবি নিসচার

নিচসার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : কালবেলা
নিচসার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : কালবেলা

সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। রোড সেইফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেইফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, বাংলাদেশের সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই সড়ক ব্যবহারকারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বর্তমান আইনি বা নীতিকাঠামোতে পথচারীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি উদ্বেগজনকভাবে অনুপস্থিত। তাই সড়কে মৃত্যু কমাতে নতুন আইনি কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।

নিরাপদ সড়ক নিশ্চিতে সেইফ সিস্টেম অ্যাপ্রোচ অনুসরণের দাবি জানিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেইফ সিস্টেম অ্যাপ্রোচ তথা বহুমুখী পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে নিজেদের আইনি ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নে সুফল পেয়েছে।

সেইফ সিস্টেম অ্যাপ্রোচের উদ্দেশ্য হলো, মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাশুল অর্থাৎ মৃত্যু বা পঙ্গুত্বের শিকার যেন হতে না হয়। এক্ষেত্রে আমরা জোর দাবি জানাচ্ছি যে, বিশ্বব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রোড সেইফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেইফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার করা।

সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগ। সড়ক দুর্ঘটনা রোধে সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে। কিন্তু এই আইনে কিছু কার্যকর দিক থাকলেও এর প্রচুর সীমাবদ্ধতা রয়েছে। আইনে গতিসীমা লঙ্ঘনে শাস্তির বিধান বর্ণিত থাকলেও গতিসীমা নির্ধারণ হয়নি।

নিসচা চেয়ারম্যান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সড়ক দুর্ঘটনার আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি, স্ট্যান্ডার্ড হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিকভাবে সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব লিটন এরশাদ, বেলায়েত হোসেন খান নান্টু, মঞ্জুলী কাজী, আব্দুর রহমান, ফিরোজ আলম মিলন, এম নাহিদ মিয়া, মো. মহসিন হোসেন খান প্রমুখ।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

১০

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

১১

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১২

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

১৩

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

১৪

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

১৫

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

১৬

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৭

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১৮

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১৯

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

২০
X