রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর থেকে ১০০ বছর চলবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আলেস্কি লিখাচেভ বলেন, এই বিদ্যুৎকেন্দ্র ১০০ বছর চলবে। এই বিদ্যুৎকেন্দ্রর জীবনকাল ১০০ বছর। এখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’
এ সময় আলেস্কি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি অনেক কাজ করেছেন। আপনার সরকারকে ধন্যবাদ।’
এর আগে, বিকেল ৩টার দিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ঐতিহাসিক এই কমিশনিংয়ের মধ্য দিয়ে ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। বাংলাদেশ পরমাণু শক্তি ব্যবহারকারী ৩৩তম রাষ্ট্র।
মন্তব্য করুন