ঈদযাত্রায় রাজধানী থেকে লক্কড়-ঝক্কড় যানে আন্তঃজেলা রুটে যাত্রী পরিবহন না করতে সব বাস মালিকদের নির্দেশ দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২০ জুন) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঈদ ব্যবস্থাপনা নিয়ে সোমবার সমিতির নিউ ইস্কাটন কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে মালিক সমিতির মতবিনিময়ের আয়োজন করা হয়। বৈঠকে পাঁচ সিদ্ধান্তের কথা জানান ঢাকা মড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ঈদযাত্রায় রাজধানীতে চলা আনফিট কোনো ধরনের গাড়ি ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না। ঈদ বকশিস এবং শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না, যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং চালকের অনুপস্থিতিতে হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না, শান্তি শৃঙ্খলার লক্ষ্যে সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে ভিজিলেন্স টিম গঠন করা হবে। সভায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি অংশ নেন।
মন্তব্য করুন