কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৫২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাত দফা দাবিতে জাতীয় হিন্দু ফোরামের বিক্ষোভ 

৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম। ছবি : কালবেলা
৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম। ছবি : কালবেলা

সারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু নির্যাতন, প্রতিমা ভাঙচুর, কবি রাধাপদ রায়ের ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও অধিকতর নিরাপত্তা এবং ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরামসহ কয়েকটি সংগঠন।

বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নারী কমান্ডার আশালতা বৈদ্য, সহসভাপতি কালীপদ মজুমদার, অধ্যাপক অশোক তরু, প্রণব মঠ অধ্যক্ষ শ্রী সংগীতানন্দ গণেশ মহারাজ, হিন্দু সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস, নিত্যগোপাল ঘোষ, অনিল পাল, বাসুদেব গুহ, মৃনাল কান্তি দত্ত বাপ্পি, গোপাল চন্দ্র মণ্ডল, লোকনাথ বিশ্বাস, সঞ্জিত মণ্ডল প্রমুখ।

মনোরঞ্জন ঘোষাল বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে এবং সবার সমঅধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজও হিন্দু সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো সারা বছর দেশের কোনো না কোনো স্থানে হিন্দু নির্যাতনসহ পূজা ও নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের ওপর অন্ধকার অমানিশার কালো মেঘ নেমে আসে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই। একটি দুষ্ট চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অব্যাহতভাবে এসব কাজ ও চক্রান্ত করে চলছে। এ বিষয়ে সরকারকে আরও বেশি সজাগ থেকে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় এ পরিস্থিতির কোনো উন্নতি হবে না।

মানিক চন্দ্র সরকার বলেন, হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র এক দিন ছুটি থাকায় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় রীতিনীতি শেষ করতে পারেন না। আমরা প্রতিবারই প্রধানমন্ত্রীর নিকট দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়ে এসেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ পর্যন্ত তার কোনো উত্তর মেলেনি।

কর্মসূচিতে সাত দফা দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘুবিষয়ক কমিশন/মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সংখ্যালঘু সুরক্ষা আইন করা, হিন্দু পারিবারিক আইন ও বিবাহ আইন পরিবর্তন ও সংযোজন করা চলবে না, সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন, দুর্গাপূজায় ৩ দিন ও রথ যাত্রায় ১ দিনের সরকারি ছুটি ঘোষণা এবং সরকারি চাকরিতে ২০ ভাগ কোটার ব্যবস্থা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে দিনে ভাঙছে ৩০ সংসার

কে জিতবেন নোবেল শান্তি পুরস্কার

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

১০

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

১১

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১২

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১৩

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৫

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৬

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৭

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৮

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৯

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

২০
X