ইন্দো-ইসলামিক হেরিটেজ সেন্টারের (আইআইএইচসি) উদ্যোগে আগামী ২০-২১ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে ‘ধর্মীয় চরমপন্থা মোকাবিলা’বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুর রহিম এবং ভারত বাংলাদেশের যৌথ জার্নাল ‘সুফী’ এর নির্বাহী সম্পাদক ইমরান হুসাইন তুষার।
দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শুক্রবার দিল্লির আইওয়ান ই গালিব মাতা সুন্দরী রোড এবং দ্বিতীয় দিন শনিবার মাশায়েখ মঞ্জিল, হযরত নিজামুদ্দিন দরগাহ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে।
আইআইএইচসি-এর পরিচালক অধ্যাপক সৈয়দ লিয়াকত হোসেন মঈনী ও ড. সুজাত আলী কাদেরী সম্মেলন সম্পর্কে বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য হলো বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের একত্র করা এবং ভারত ও বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা ও সন্ত্রাসবাদের কারণে উত্থাপিত চ্যালেঞ্জ মোকাবিলা করা। এই সম্মেলনগুলো সাধারণত চরমপন্থা মোকাবিলার সাথে সম্পর্কিত বিভিন্ন দিকের ওপর ফোকাস করে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আলোকপাত করে অধ্যাপক মঈনী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক আজকের নয়, ১৯৭১ সাল থেকে এই সম্পর্ক প্রতিটি স্তরের। এই সম্মেলন সম্পর্ক এবং বিশ্বাস তৈরিতে আরও জোরদার করবে।
সম্মেলনে স্বাগতিক ভারত হতে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন, দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের সরকারী সাজ্জাদানাশীন সৈয়দ ফরীদ নিজামী, সর্বভারতীয় তানজিম উলামা ই ইসলামের চেয়ারম্যান মুফতি আশফাক হোসেন, জামিয়া হামদর্দ নিউ দিল্লির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর জি ওয়াই আঞ্জুম, পদ্ম পুরস্কারপ্রাপ্ত যোধপুরের মৌলানা আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুল ওয়াসি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি নিউ দিল্লির সহকারী অধ্যাপক ড. আব্দুল ওয়াহিদ নাজির, মাসিক ম্যাগাজিন ‘কানজুল ঈমান’ এর সম্পাদক মোহাম্মদ জাফরউদ্দিন বরকাতি প্রমুখ।
মন্তব্য করুন