বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে শেষ হলো তিন দিনের লালন উৎসব। জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায় শেষ দিনের লালন উৎসব পরিবেশিত হয়।
লালন সাঁইজির ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় পরিবেশিত হয় সাঁইজীর স্মরণে ‘মহতের পদাবলী’।
মহাত্মা লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তার গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা যা বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
মন্তব্য করুন