কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডলার সংকটে ৮ সমস্যায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক মাস ধরেই ডলার সংকট, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রধান শিল্প ও উৎপাদন খাতে। সম্প্রতি এ পরিস্থিতির উত্তাপ লেগেছে দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্রে। ডলার সংকটের কারণে কয়লার বকেয়া বিল পরিশোধ করতে না পারায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রটি।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রও একই কারণে সংকটে পড়েছে। ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার ২৭ দিনের মাথায় চলতি বছরের ১৫ জানুয়ারি বন্ধ হয়ে যায় বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

এদিকে ডলার সংকট সৃষ্টি হওয়ায় ব্যয় মেটাতে না পারায় ব্যাপক হারে আমদানি কমেছে। এ পরিস্থিতিতে গত বছরের মাঝামাঝি আমদানির ওপর বেশ কিছু কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অর্থ আটকে থাকায় বিপাকে পড়েছে ই-কমার্স খাত। সেই সঙ্গে পর্যাপ্ত ডলার না থাকার কারণে অনেক বাণিজ্যিক ব্যাংকও আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে পারছে না। এতে বিপদে পড়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে চলমান ডলার সংকটের কারণে বাংলাদেশের কয়েকটি খাতকে সমস্যায় ভুগতে হচ্ছে। তবে খুব সহসাই এস সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজন। সংকট কাটিয়ে উঠতে নানা পরামর্শ দিচ্ছেন তারা।

বিদ্যুৎ খাত

ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ না হওয়ায় গত সোমবার বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর আগে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরেকটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্টরা বলছেন, কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগবে। সে হিসাবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে। ৮ জুন জাহাজে কয়লা তোলার কথা।

জ্বালানি খাত

তেল আমদানির বিল দিতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির দেনা ঠেকেছে ৩০ কোটি ডলারে। এলএনজি আমদানির বিল, টার্মিনাল চার্জ এবং বহুজাতিক কোম্পানির বিল দিতে না পারায় জরিমানাও গুনতে হচ্ছে। বকেয়া পরিশোধ না হলে বিদেশি কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছে।

দেশে বিভিন্ন গ্যাসক্ষেত্রে কাজ করা আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি থেকে কেনা গ্যাসের দাম নির্ধারিত পরিশোধ করতে পারছে না পেট্রোবাংলা। ফলে তারা ক্ষতিপূরণ দাবি করেছে। সিলেটের বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসক্ষেত্রের দায়িত্বে থাকা মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশও বিল দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় জরিমানা দাবি করেছে। মোট ১১টি বিলের বিপরীতে ২৪ লাখ ১২ হাজার ৯৯১ দশমিক ১৯ ডলার জরিমানা দাবি করে, যা এখনো পেট্রোবাংলা পরিশোধ করতে পারেনি।

কমেছে জরুরি পণ্য আমদানি

ডলার সংকটের কারণে বিলাস পণ্যের পাশাপাশি অনেক জরুরি পণ্যের আমদানিও কমেছে। এলসি খুলতে সমস্যা হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জরুরি পণ্যের মধ্যে অন্যতম হলো মেডিকেল ডিভাইস ও জীবনরক্ষাকারী ওষুধ। এসব পণ্য আমদানির এলসি খোলা থেকে দীর্ঘ সময় ধরে বিরত থাকছে। শতভাগ চাহিদার বিপরীতে ৪০ থেকে ৬০ শতাংশ এলসি খোলা যাচ্ছে।

আমদানি কমায় কোম্পানিগুলোতে চাহিদা অনুযায়ী কাঁচামালের ব্যাপক সংকট দেখা গেছে। বাজারে ওষুধের সরবরাহ কমেছে শতকরা ৩০ শতাংশ। আমদানি করা ওষুধের সরবরাহ কমেছে প্রায় ৭৫ শতাংশ।

কমেছে এলসি খোলা

এপ্রিল মাসের তুলনায় মে মাসে এলসি বেশি খোলা হলেও চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট ৫৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ প্রায় ২৭ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটার ও মোটরসাইকেলের মতো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এলসি খোলা কমেছে ৪৬ শতাংশ। টেক্সটাইলের কাঁচামালের জন্য এলসি খোলা কমেছে ৩২ শতাংশ। সিমেন্ট ও স্ক্র্যাপ ভেসেলের মতো পণ্যের এলসি খোলা কমেছে ৩১ শতাংশ।

এফ-কমার্স

ডলার সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এফ-কমার্সও। বাংলাদেশে ফেসবুকে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে মেটার অথরাইজড এজেন্ট-এইচটিটিপুল। তাদের ভাষ্য, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রাহকদের পাঠানো চিঠিতে জবাবে এইচটিটিপুল কারণ হিসেবে ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোর জটিলতার বিষয় উল্লেখ করেছে। এমন সিদ্ধান্তের কারণে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়েছেন। ফেসবুকনির্ভর প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনও সীমিত হতে পারে।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল গণমাধ্যমকে বলেছেন, এ পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই।

এফ-কমার্স বা ফেসবুকভিত্তিক ব্যবসা হচ্ছে বাংলাদেশের ই-কমার্স বাজারের বড় অংশ। যারা ফেসবুক পেজের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা করে, তারা তাদের পণ্য প্রচারণার জন্য ফেসবুক বা মেটার অন্য প্ল্যাটফর্মগুলোয় বিজ্ঞাপন দিয়ে থাকে। ফলে বিজ্ঞাপন কার্যক্রম কমিয়ে দেওয়া হলে ফেসবুকভিত্তিক ব্যবসা ক্ষতির মুখে পড়বে।

শিল্প খাত

ডলার সংকটের কারণে গত এক বছরে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি কমেছে। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এতে প্রায় ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় কমেছে।

সিমেন্ট

ওষুধ শিল্পের মতোই দেশের আরেকটি বড় শিল্প খাত সিমেন্ট শিল্পে প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে বেশ কিছুদিন ধরেই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। একই তো গ্যাসের সংকটের কারণে তারা নিজেরাও বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না, সেই সঙ্গে গ্যাস আর তেলের দাম বৃদ্ধির কারণে বেড়ে গেছে তাদের উৎপাদন খরচ।

প্রকৌশল শিল্প

ডলার সংকটের আঁচড় পড়েছে প্রকৌশল শিল্পেও। প্রথমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এবং পরে ডলারের মূল্য বৃদ্ধি হওয়ায় যন্ত্রাংশ উৎপাদনকারীরা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এতে করে বিক্রি কমে গেছে ব্যবসায়ীদের। হালকা প্রকৌশল খাতে আগের অর্থবছরে ৭৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হলেও চলতি অর্থবছরে তা কমেছে।

কোরবানির ঈদে চামড়া নিয়ে বিপদের শঙ্কা

ডলার সংকট চামড়া ব্যবসায়ীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। কোরবানির ঈদেই ব্যবসায়ীরা ৬০ থেকে ৭০ শতাংশ চামড়া সংগ্রহ করেন। এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য যেসব কাঁচামাল প্রয়োজন হয়, তা এলসি খুলে আনতে হয়। কিন্তু ডলার সংকটে এবার এখনো এলসি খুলতে না পারার কারণে আমদানি করতে পারছেন না। তার ওপর কলকারখানায় বিদ্যুৎ আর গ্যাস না থাকা ব্যবসায়ীদের মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

মুদ্রণশিল্প

বাংলাদেশের মুদ্রণ শিল্পেও বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। ক্যালেন্ডার প্যাকেজিংয়ে ভারী কাগজের দরকার হয়ে থাকে। এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। ডলারের দাম বাড়ায় প্রথমত আমদানীকৃত পাল্পের জন্য বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে নতুন কাগজ আমদানিতে ঋণপত্র খুলতে নারাজ ব্যাংকগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১০

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১১

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১২

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৩

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৪

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৫

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৬

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৭

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

১৮

এশিয়া কাপের আগে বড় ঝামেলায় ভারত

১৯

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

২০
X