আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় তথ্য যাচাই করে যাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাদের বিষয়ে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।
দুদক সচিব বলেন, দুর্নীতি যাতে না করে সেই ব্যবস্থা কমিশন নিচ্ছে। অন্যদিকে প্রতিকারটা হলো যখন দুর্নীতি সম্পৃক্ত কোনো অপরাধ করবে,তখন তার বিরুদ্ধে অনুসন্ধান হয়, মামলা হয়। কাজেই কমিশন থেমে নেই। কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
মাহবুব হোসেন বলেন, ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক কিছু করার সুযোগ নেই। ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে।
মন্তব্য করুন