কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বাজেট আলোচনায় সরকারি দলের এমপিরা

নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে

সংসদ ভবন। ছবি : সংগৃহীত
সংসদ ভবন। ছবি : সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে। ভিসানীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়। আর যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে যারা সরকারের বিরুদ্ধে বলাচ্ছে আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা এসব কথা বলেন। ওই সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন। তাদের দাঁত আছে, তারা ইচ্ছা করলে কামড় দিতে পারে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে। ভিসানীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।

বিদেশি দেশগুলো এটা করা থেকে বিরত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দেশে ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারে। তারা কাকে ভিসা দেবে আর কাকে নিষেধাজ্ঞা দেবে এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সরকার জানে। আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

ফারুক খান বলেন, বিএনপিসহ যারা বাজেটের সমালোচনা করছেন তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই। বাজেটকে না বোঝে তারা সমালোচনা করছেন। তাদের এই সমালোচনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

বিএনপির সমালোচনা করে ফারুক খান আরও বলেন, তারা ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও, প্রিসাইডিং কর্মকর্তাকে হত্যা করে ভোট বন্ধের ষড়যন্ত্র করছে, কিন্তু এটা সম্ভব হবে না। তারা কোনোভাবেই নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণকে ভোট থেকে বিরত রাখতে পারবে না। তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে, গণসংযোগ করছে।

সরকারি দলের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, গুম-খুন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে। কিন্তু এ দেশে তারাই গুম-খুন শুরু করে। হাওয়া ভবনের দুর্নীতি বিশ্বব্যাপী স্বীকৃত। বিএনপি হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতির পাহাড় তৈরি করে। হাওয়া ভবনের গডফাদার এখন লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ভরাডুবির ভয়ে বিএনপি এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা হতাশ। সেজন্য তারা জেনে শুনে বুঝে ভোট বানচালের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি দাবি করেন, বিএনপি যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে। জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, হাইকমিশনারদের অতিরিক্ত প্রটোকল সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে। সরকারের কোনো রিঅ্যাকশন দেখানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর প্রতিস্থাপন। তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। সরকারও ইসিকে সহায়তা করে। এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে।

শামীম হায়দার বলেন, অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দিয়েছেন তা মূলত রেকর্ডেড ভার্সন। কণ্ঠটাও অর্থমন্ত্রীর না। তিনি নিজে দুই পাতা পড়েছেন।

বাজেটে বিশাল ঘাটতি কীভাবে পূরণ হবে প্রশ্ন রেখে তিনি বলেন, ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সব ঋণ সরকার নিলে ব্যবসায়ী, সাধারণ মানুষ কীভাবে ঋণ নেবে। ব্যাংক কোথায় টাকা পাবে? তখন সরকার টাকা ছাপাবে। এতে মূল্যস্ফীতি বাড়বে।

তিনি বলেন, সামনের দিনে মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার করে আনতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি কীভাবে কমাবে তার কোনো নির্দেশনা বাজেটে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X