বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লোকোমাতা শ্রী শ্রী সারদা দেবীর শুভ আবির্ভাব তিথিতে বুধবার তিন ডিসেম্বর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানের প্রথম অংশে ছিল শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রী শ্রী মায়ের জীবনী গ্রন্থ থেকে পাঠ, ভক্তিমূলক সংগীত, হোম, বিশেষ আলোচনা এবং পুষ্পাঞ্জলি।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল লোকমাতা শ্রী শ্রী মা সারদা দেবী শীর্ষক আলোচনা সভা। ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ জী মহরাজের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ফাজরিন খুদা, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বর্ণালী চক্রবর্তী অ্যাসোসিয়েট সাইন্টিস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢাকা।
মন্তব্য করুন