সামনে ঈদুল আজহা। এ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার সকাল থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ভাড়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।
মন্তব্য করুন