ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মানস ও প্রত্যাশার আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে লিফলেট ক্যাম্পেইন এবং অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মানস ও প্রত্যাশার আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে লিফলেট ক্যাম্পেইন এবং অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত

নাটক-চলচ্চিত্র, ওয়েবসিরিজে জনপ্রিয় শিল্পীদের হাতে সিগারেট ও ধূমপানের দৃশ্য কিশোর-তরুণদের ধূমপানে প্ররোচিত করছে। যা তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের সঙ্গে সঙ্গে তরুণদের বিপথগামী পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। আগামী দিনে নাগরিকদের সুস্থতা ও কর্মক্ষমতা নিশ্চিতে আজকের কিশোর-তরুণদের ধূমপানসহ সব ক্ষতিকর নেশা থেকে বিরত রাখা প্রয়োজন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত লিফলেট ক্যাম্পেইন এবং অবস্থান কর্মসূচিতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এতে প্রায় অর্ধশত শিশু-কিশোর ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাননের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ডাস-এর টিম লিড আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

ড. অরূপরতন চৌধুরী বলেন, সিগারেট কোম্পানিগুলোর কৌশলী বিজ্ঞাপন, প্রচারণা এবং অপতৎপরতার কারণে কিশোর-তরুণরা বিপথগামী হচ্ছে। ধূমপানের দৃশ্য না থাকলে চলচ্চিত্র ব্যবসা সফল হবে না, এ ভ্রান্ত ধারণা থেকে নির্মাতা, শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালক সকলকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্মাতা, শিল্পী ও কলা-কূশলীদের চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করা প্রয়োজন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

হেলাল আহমেদ বলেন, ধূমপান ও মাদকের ছোবলে কিশোর-তরুণদের বিপথগামীতা বর্তমান সময়ের বড় উদ্বেগ। কিশোর গ্যাঙ এবং সামাজিক অপরাধে তরুণদের সম্পৃক্ততা শুভ ইঙ্গিত নয়। প্রধানমন্ত্রী তরুণদের সুরক্ষায় ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেটার কার্যকর বাস্তবায়ন করা হোক।

বক্তারা আরও বলেন, বিশ্বে প্রতিবছর ৮৭ লাখ মানুষের মৃত্যু ঘটে তামাকের কারণে। পরোক্ষ ধূমপানে মারা যায় ১৩ লক্ষাধিক মানুষ, যা সড়ক দুর্ঘটনা, এইচআইভি এইডস, সন্ত্রাসসহ আরও বিভিন্ন কারণে পৃথিবীতে সম্মিলিত মৃত্যুর মোট যোগফলের চাইতে বেশি। বাংলাদেশে বিগত ৪ বছরে করোনায় প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করছেন। অথচ, তামাকজনিত রোগে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়। বাড়িতে, পাবলিক প্লেস-পরিবহন, কর্মস্থলে আক্রান্ত হয় প্রায় ৮ কোটি মানুষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশে উঠতি বয়সী (১৩-১৫ বছর বয়সী) ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহার করে ৯ দশমিক ২ শতাংশ। এদের উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এ সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। করোনার চাইতে বড়, নীরব মহামারি হলো ‘তামাক’। কঠোর নিয়ন্ত্রণ ব্যতীত তামাকের ছোবল থেকে জনস্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি কোনো কিছুরই রক্ষা নেই। এজন্য নাটক, চলচ্চিত্র এবং নতুন মিডিয়ায় প্রচারিত কন্টেন্টগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন এবং এ সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়নের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

কর্মসূচিতে ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, নাটাব এবং প্রত্যাশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

বহিষ্কৃত ৮ নেতাকে আবার ফেরাল বিএনপি

ফসলি জমি কেটে খাল খনন

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

বিএনপির এক নেতা বহিষ্কার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

১০

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

১১

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

১২

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

১৩

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

১৪

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

১৫

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

১৬

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

১৭

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

১৮

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

১৯

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

২০
X