ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানকে আরও এক মেয়াদ রাখার প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড।
মঙ্গলবার (১১ জুলাই) বোর্ডের এক বৈঠকে তাকসিম এ খানকে ওয়াসা এমডি হিসেবে আরও ৩ বছর মেয়াদ বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বৈঠকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা পরবর্তী মেয়াদের জন্য এমডি হিসেবে তাকসিমের নাম প্রস্তাব করেছেন।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের কয়েকজন সদস্য প্রস্তাবের সঙ্গে একমত এবং কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন।’
এলজিআরডি মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাব গৃহীত হলে টানা ৭ মেয়াদে ১৭ বছর ওয়াসার এমডি থাকবেন তাকসিম।
এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান। এরপর থেকে পরপর আরও পাঁচবার নিয়োগ দেওয়া হয় তাকে। আগামী ১৪ অক্টোবর তার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হবে।
১৯৯৬ সালের ‘ওয়াসা অ্যাক্ট’ অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি। ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার। কিন্তু এক ব্যক্তি একই পদে সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে ব্যাপারে আইনে কিছু বলা নেই। ফলে ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।
এর আগে আরও পাঁচ দফা নিয়োগ পেলেও প্রতিবারই নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
মন্তব্য করুন