কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের ২২তম প্রয়াণবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ। পুরোনো ছবি
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ। পুরোনো ছবি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২২তম প্রয়াণবার্ষিকী আজ রোববার (১০ মার্চ)।

গোপালগঞ্জের মুকসুদপুরের এই কৃতি সন্তান, জাতির পিতার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ অনুসারী পুলিশ বাহিনীর সাবেক সদস্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের নির্দেশনার পরই এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দিতে শুরু করেন। তিনি তখন রাতে রাতে স্থানীয় গোহালা টি সি এ এল উচ্চ বিদ্যালয় মাঠে আড়াই হাত বাঁশের লাঠি তৈরি করে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভারতে পাঠান। এভাবে তিনি এলাকার প্রায় ৬০ জন যুবককে ভারতে পাঠান। যারা ফিরে এসে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে! এর মধ্যে তার আপন দুই ভাই ও এক ভাগ্নেও ছিলেন। এর মধ্যে এক ভাই ছিলেন মুজিব বাহিনীর সদস্য। গোপালগঞ্জের এই কৃতি সন্তান, দেশপ্রেমিক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ মহান মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস প্রতিটি মুহূর্ত পরিবারসহ মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কাটান! তাদের বাড়িঘর একাধিকবার লুট করে জ্বালিয়ে দেওয়া হয়। পাকিস্তানি মিলিটারি শিরচ্ছেদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে! এলাকার হাটে-বাজারে ঢোল পিটিয়ে তাকে মৃত অথবা জীবিত অবস্থায় ধরিয়ে দিতে বলা হয়। তিনি দিগনগরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি এলাকায় অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান ও কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন।

জনহিতৈষী, সমাজসেবক এম এ খালেক শেখ এলাকায় আজও সমানভাবে জনপ্রিয়। তিনি জীবনের শেষদিন পর্যন্ত জনকল্যাণে কাজ করে গিয়েছেন। মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ২০০২ সালের ১০ মার্চ মঙ্গলবার লিভার সংক্রান্ত জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনার কমিটির সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক শিল্পী ও সংগঠক আশরাফুল আলম পপলু তার তৃতীয় পুত্র।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রয়াণ বার্ষীকিকে কেন্দ্র করে আজ মুনিরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পূর্বনওখন্ডা আলিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। গ্রামের বাড়িতে সকাল থেকে কোরআন খতম এবং বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার বাসায় বাদ মাগরিব কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাশুভানুধ্যায়ীসহ সকলের প্রতি দোয়া প্রার্থনা এবং এ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

নতুন কুঁড়ির সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থানে স্বাধিকা

টানা ৩০ দিন প্রতি রাতে গুড় ভেজানো পানি খেলে কী হয়?

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

রুশ যুদ্ধবিমানকে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, ভিডিও ভাইরাল

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

ভারতে নতুন আতঙ্ক, বাঁচতে অদ্ভুত কাণ্ড

নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে ক্ষমা জান্তার

ট্র্যাভিস জীবনের সবচেয়ে বড় চমক : টেইলর সুইফট

শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১০

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

১১

বৃহস্পতিবারের ভূকম্পন ‘আফটারশক’

১২

আইরিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, দেখে নিন একাদশ

১৩

ভারত থেকে কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

১৪

বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা 

১৫

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

১৬

আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’

১৭

এক দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

১৮

জামায়াত নেতা রেজাউল করিমের বক্তব্যে এ্যানির হুঁশিয়ারি

১৯

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

২০
X