জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে খরাপীড়িত জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে ১৮টি এনজিওর সঙ্গে চুক্তি করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে সহঅর্থায়ন করছে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি, উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. এ কে এম নুরুজ্জামান প্রমুখ।
প্রকল্পটি নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বাস্তবায়িত হবে। প্রকল্পের কার্যক্রমগুলো হলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ সেন্টার’ প্রতিষ্ঠায় সহযোগিতা, পুকুর ও খাল পুনঃখনন এবং পুকুরভিত্তিক ভূগর্ভস্থ পানি পুনঃভরণ করা।
এ ছাড়া, প্রকল্পের আওতায় খরা-অভিযোজনক্ষম ফসল বিন্যাস এবং ফলজ/বনজ বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে ড. নমিতা হালদার বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। এ বিপন্নতা রোধে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মকৌশল ও নীতিমালা প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করছে।’
তিনি আরও বলেন, ‘পিকেএসএফ এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা দরিদ্র ও অতিদরিদ্র, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
পিকেএসএফের এ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো হলো ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), টিএমএসএস, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), এসকেএস ফাউন্ডেশন, ঘাসফুল, ওয়েভ ফাউন্ডেশন, মৌসুমী, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জআরডিএম), দাবি মৌলিক উন্নয়ন সংস্থা।
এ ছাড়া রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), শতফুল বাংলাদেশ, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), জাকস ফাউন্ডেশন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এবং আরডিআরএস বাংলাদেশ।
মন্তব্য করুন