নতুন ডেঙ্গু রোগী যারা আসছেন তাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।
শনিবার (১৭ জুলাই) মুগদা হাসপাতাল পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।এর কারণ হিসেবে তিনি বলেন, মুগদাসহ বেশ কিছু সরকারি হাসপাতাল ডেঙ্গু রোগীতে পরিপূর্ণ। এতে করে হাসপাতালের বারান্দায় রোগীদের কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। সামর্থের বেশি রোগী আসলে চিকিৎসা নিতে ভোগান্তি তৈরি হতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় যেসব রোগী আমরা দেখলাম বেশিরভাগই হাসপাতালের আশে পাশের এলাকার৷ স্বাভাবিকভাবেই রোগী তার আত্মীয়স্বজনদের যাতায়াতের সুবিধার জন্যই তারা কাছের হাসপাতাল বেছে নেয়। তবে ভালভাবে চিকিৎসা গ্রহনের জন্য যে হাসপাতালে শয্যা খালি আছে সেখানে যান। ডিএনসিসি হাসপাতালের কার্যক্রম এখনো চলছে৷ সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
বর্তমানে মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী আছে ৫৩৫ জন। হাসপাতালে নতুন করে ১৩ জন চিকিৎসক ও ১৮ জন নার্স যুক্ত করা হয়েছে। প্রয়োজনে আরো চিকিৎসক ও নার্স এই হাসপাতালে দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় স্বাস্থ্য মন্ত্রণারয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, হাসপাতালে পরিচালকসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন