কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের সঙ্গে সম্পর্কে সর্বোচ্চ জোর দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাপান জি-৭ এর সদস্য, অন্যদিকে বাংলাদেশ আগস্টে ব্রিকসের সদস্য হতে পারে। তবে বাংলাদেশ ব্রিকসে যোগ দিক বা না দিক এ নিয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যিক সম্পর্কে যাতে ভাটা না পড়ে সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক রিলেশনস ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স : ফর দ্য ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বাংলাদেশ যদি ব্রিকসের সদস্য হয় তাহলে দ্বিপাক্ষিক বাণিজ্যে কী প্রভাব পড়বে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু বাণিজ্যের জায়গা থেকে এ কথা হলফ করে বলা যায়, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ভিত অনেক পুরোনো ও শক্তিশালী। কোনো কিছুকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে; সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।’ বাজার এবং মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও; দেশীয় বাজারে এর প্রয়োগ হতে সময় লাগবে। ইতোমধ্যে তেলের দাম সমন্বয় করা হয়েছে। ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতিটি পণ্যের দাম সমন্বয় করা হবে।’

যারা পণ্য মজুত করে বা দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট হিসেবে কাজ করে তাদের ফৌজদারি শাস্তির আওতায় আনা হবে কিনা- প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথমত এটি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে। আর শাস্তি কার্যকর করতে কিংবা কঠোর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় লোকবল দরকার, যার ঘাটতি রয়েছে। এর মধ্যেও ভোক্তা অধিকারের মতো প্রতিষ্ঠানগুলো যতটা সম্ভব নজরদারি করছে।’

দক্ষ জনশক্তির হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের হাতে সম্পদ বলতে ছিল তাদের জনশক্তি। এর বাইরে জাপানের কিছুই ছিল না। সেই জনশক্তিকে কাজে লাগিয়ে জাপান এতদূর এসেছে। এখান থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।’ দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্ব উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘দেশের জনশক্তি যত দক্ষ হবে, বাইরে থেকে তত বেশি বিনিয়োগ আসবে। প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে এমন একটি জনশক্তি গড়ে তোলা হবে; যা দেশের প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে। জনশক্তি দক্ষ হলে, কম সময়ে বেশি ফল আসতে বাধ্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতুসি নিশিমুরা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১০

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১১

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১২

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

১৩

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

১৪

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

১৫

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

১৬

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

১৭

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

১৮

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

১৯

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

২০
X