বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নারায়ণগঞ্জের ফতুল্লা ও বগুড়ার ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়ার গ্রামে দুটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (২৩ জুন) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের স্বাক্ষরিত বিবৃতিতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণী পোশাককর্মীকে প্রেমিক শপিং করার প্রলোভন দেখিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। বগুড়ার ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়ার গ্রামে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এ দুটি ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার তরুণী ও অভিযুক্ত আবু হাসান একই গার্মেন্টেসে চাকরি করেন। গত ৩০ মার্চ আবু হাসান ওই তরুণীকে শপিং করে দেওয়ার কথা বলে ফতুল্লার পঞ্চবটি ডেকে নেয়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা আবু হাসানের দুই বন্ধু শিবলু ও শাকিল ওই তরুণীকে চাষাঢ়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে শিবলু ও শাকিল তাকে ওষুধ খাইয়ে অচেতন করে।

শিবলুর পঞ্চবটির গুলশান রোডের বাসায় নিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে আবু হাসান, শিবলু ও শাকিল ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও ধারণ করে নির্যাতনের শিকার ওই তরুণীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে। তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়।

এ ছাড়া বগুড়ায় গত ২১ জুন (শুক্রবারঘ) গৃহবধূ পারিবারিক কাজে প্রতিবেশীর বাড়িতে যান। নিজের বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে ফাঁকা রাস্তা থেকে তুলে বাঁশ বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নারী ও কন্যারা বিভিন্ন প্রলোভনের শিকার হয়ে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের মতো নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। পাশাপাশি এলাকার প্রতিবেশী ও দুর্বৃত্তদের দ্বারাও দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটে চলাচলের পথে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। সংঘটিত এসব ঘটনা নারী ও কন্যাদের যেমন স্বাধীন চলাচলে বাঁধার সৃষ্টি করছে, তেমনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১০

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১১

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১২

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৩

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৪

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৫

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৬

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৭

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৮

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৯

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

২০
X