বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চার শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার চার শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রাজধানীর সাভারের আশুলিয়ায় পিকনিকের প্রলোভনে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ এবং পরে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গণবিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন— আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান। অন্তু দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলেও জানা গেছে।

মামলার এজাহারে জানা যায়, গত ৭ এপ্রিল পিকনিকের কথা বলে ভুক্তভোগীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যায় আসামিরা। পথিমধ্যে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। বিকেল ৫টার দিকে জ্ঞান ফিরলে নিজেকে একটি মেসে দেখতে পান এবং বুঝতে পারেন তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ সময় চিৎকার করলে আসামিরা ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এরপর ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৯৬ হাজার টাকা আদায় করে তারা।

অভিযোগে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর আবারও শারীরিক সম্পর্কে বাধ্য করতে তাকে চাপ দেওয়া হয়। রাজি না হলে অকথ্য ভাষায় গালাগাল, মারধর এবং পুনরায় জোরপূর্বক নেশাজাতীয় পানীয় খাওয়ানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ক্যাম্পাসে ঢোকার পর অচেতন হয়ে পড়লে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে ভর্তি করা হয়; অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কক্ষে তাকে আটকে রেখে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়।

এ ঘটনায় ওসি আব্দুল হান্নান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হয়েছে। ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে ১৭ ঘণ্টার অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।

ঘটনাটি গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১০

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১১

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১২

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৩

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৪

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

১৫

সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

১৬

স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

১৭

বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৮

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

১৯

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

২০
X