কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন : ইসলামী আন্দোলন

বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা
বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশবিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ছাড়াও সারা দেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। তবে কেন প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দলটি।

মাওলানা আতাউর রহমান বলেন, বর্তমান ডামি সরকার ও সরকারের সব মন্ত্রী-এমপিরাই দেশের জন্য ক্ষতিকারক। কাজেই এই অবৈধ সরকারকেই ক্ষমতাচ্যুত করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, এ সরকার দেশের জন্য অভিশাপ। এদের এখনই বিদায় করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদল কাইয়ূম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ এম হাছিবুল ইসলাম, সহসভাপতি সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইন, যুবনেতা মিরাজ হোসেন মঈন, ছাত্রনেতা আব্দুল্লাহ মাহমুদসহ জেলা সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান কোটা পদ্ধতি প্রসঙ্গে বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে কোটাপ্রথা বাতিল করা হয়েছিল ২০১৮ সালে। এখন বর্তমান আদালতের ওপর ছেড়ে দিয়ে পুনরায় কোটাপ্রথা বহাল করে মেধাহীন প্রশাসন তৈরি করছে। আর এরাই দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করি। কিন্তু এর অর্থ এই নয়, যে তাদের নাতি-পুতিরাও এর দোহাই দিয়ে ৫৬ ভাগ চাকরি নিয়ে যাবে। আমরা কোটা চাই সর্বোচ্চ ১০ ভাগ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত থানা প্রতিনিধি সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) এ কর্মসূচি ঘোষণা করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী আন্দোলন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে আজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৬১

৮০ টাকার নিচে কোনো সবজি নেই বাজারে

ছদ্মবেশে ধানমন্ডি ৩২ যাওয়ার পরিকল্পনা আ.লীগ নেতাকর্মীদের, সতর্ক পুলিশ   

ইতালিতে বনভোজনে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

কাঁচা বা আধাসেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর, জানুন চিকিৎসকের মতামত

খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি মির্জা আব্বাসের

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বাংলাদেশে বিপ্লবের এক বছর পর হতাশায় পরিণত হলো আশা

সরাসরি ফোন করে নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প

চিকিৎসা নিতে লন্ডন গেলেন খন্দকার মোশাররফ

১০

হলে অসুস্থ ঢাবি ছাত্রীর হাসপাতালে মৃত্যু

১১

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া মাহফিল

১২

সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ড. ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন : ফারুক

১৩

নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব, আশা ধর্ম উপদেষ্টার

১৪

চোর সন্দেহে যুবককে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পিটুনি

১৫

কারখানার শব্দদূষণ থেকে বাঁচতে মহাসড়ক বন্ধ করে দিল এলাকাবাসী

১৬

ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র

১৭

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

১৮

হরিণের মাংসসহ আটক ৮

১৯

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

২০
X