বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যথাক্রমে নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, আব্দুস সালাম, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, মুহাম্মদ মুহিব্বুল্লাহ প্রমুখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের আন্দোলন চলছে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। দফায় দফায় ভোজ্যতেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষ আজ দিশেহারা। ১ আগস্টের সমাবেশ হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের ক্রয় ক্ষমতাকে ফিরিয়ে দেওয়ার সমাবেশ। এ দেশের জনগণ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে।
তিনি বলেন, রাতের ভোটে ক্ষমতা দখলকারী এই অবৈধ সরকার বুঝতে পেরেছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যদি সামান্যতম নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে কোনোভাবেই তারা বিজয়ী হতে পারবে না। এ জন্যই তারা নির্বাচনের নামে আরও একটি প্রহসন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে মরিয়া হয়ে গেছে। তাই আমাদের সংগ্রাম কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি রাজধানীর সব পেশার মানুষকে দলে দলে এই সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য করুন