কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এবি পার্টির

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ঘরবাড়ি হারানোদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, যারা বন্যায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং মৃত্যুমুখে পতিত হচ্ছে তারা সবাই রাষ্ট্রের কাঠামোগত নির্যাতন ও খুনের শিকার। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সিলেট অঞ্চলসহ ময়মনসিংহের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নদীভাঙনসহ জনগণের নানামুখী দুর্ভোগ, উদ্বেগ ও সংকট নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এম আমজাদ খান সহ কেন্দ্রীয় নেতারা।

মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গতকয়েক বছর ধরেই মার্চ-এপ্রিল মাসে ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের হাওরসহ প্রতিটি জনপদ। অন্যদিকে সারা বছর পদ্মা, ব্রম্মপুত্র ও তিস্তা অববাহিকার সকল পানি নানা খাল দিয়ে প্রত্যাহার করে নিলেও ভারত অতিরিক্ত বৃষ্টি ও বন্যার সময় সকল বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে প্লাবিত করে আসছে বছরের পর বছর। চেরাপুঞ্জির বৃষ্টির পানি প্রবাহিত হয় মূলত সুরমা ও কুশিয়ারা নদী দিয়ে কিন্তু এধরণের আকস্মিক বন্যা আগে দেখা যায়নি।

তিনি বলেন, পদ্মা, যমুনা ও তিস্তায় এখন শুরু হয়েছে তীব্র নদীভাঙন। ফলে প্রতিদিন বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু এত কিছুর পরও জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকার বরাবরের মতই নীরব, মনে হচ্ছে তেমন কিছুই যেন তাদের করার নেই। হীরক রাজার দেশে কোনো কিছুই বড় সমস্যা না। নিঃস্ব হওয়া দুঃখী মানুষদের ব্যপারে সরকারের উদাসীন।

সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, সরকার বিনা রশিদে জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করছে। সেই ট্যাক্সের টাকা আওয়ামী লীগের লুটেরা শ্রেণি লুট করে বিদেশে পাচার করেছে। জাতির দুর্ভাগ্য এই ধরনের চোর-বাটপার যারা জনগণের টাকা লুট করছে তারা সরকারের সর্বত্র দখল করে আছে। আমরা জনগণকে আহ্বান জানাই এই দখলদার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার।

তিনি বলেন, এই জবরদখলকারী সরকারকে বিদায় না করতে পারলে জনগণের মুক্তি সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা বিএম নাজমুল হক, শাহাদাতুল্লাহ টুটুল, গাজী নাসির, সেলিম খান, সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির, আব্দুল হালিম নান্নু, শাহজাহান বেপারি, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, মশিউল আজম সাকিব, আব্দুল কাদের মুন্সি, রনি মোল্লাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১০

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১১

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১২

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৩

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৫

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৬

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৭

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৯

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

২০
X