নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। সারা দেশের সকল বিভাগে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে সারা দেশে ‘কৃষি ও কৃষকের কথা বলি’ শীর্ষক কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ জন্য একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটির নেতৃবৃন্দ হলেন, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু আহবায়ক, সহসভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম সদস্য সচিব।
কমিটির সদস্যরা হলেন- কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মো. ফজলে হুদা বাবুল, কৃষিবিদ শাহ মো. মুনিরুর রহমান, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব ও কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল ইসলাম। এছাড়া পদাধিকার বলে সকল বিভাগের সাংগঠনিক সম্পাদক উল্লিখিত কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।
মন্তব্য করুন