কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আদালতের কাঁধে বন্দুক রেখে কোটাবিরোধী আন্দোলন দমাতে চায় সরকার’

বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী। ছবি : কালবেলা
বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটাবিরোধী আন্দোলন দমাতে চায়। এর পূর্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার করে।

তিনি বলেন, বনখেকো মোশাররফের ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফ মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। নিজে মুসলিম দাবি করে ইসলামের নবীকে নিয়ে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কারণে তাকে বহিষ্কার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শুক্রবার (১২ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পুলিশ কর্মকর্তা মাশরুফ কর্তৃক মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদ, কোটা ব্যবস্থা সংস্কার, নৈতিকতাবিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এ মিছিল ও সমাবেশ হয়।

মুফতি মানসুর আহমদ সাকী বলেন, দেশ আজ ভালো নেই। রাজধানীসহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোটা প্রথা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পাঁয়তারা শুরু করেছে সরকার। কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সব কোটা সর্বোচ্চ ৫ থেকে ১০ ভাগে আনতে হবে। আমরা কোটাবিরোধী আন্দোলনে সমর্থন প্রকাশ করছি।

তিনি বলেন, সরকারের বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। পিএসসির প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেট এবং অনৈতিকভাবে ক্যাডার, নন ক্যাডার হয়ে চাকরি পেয়েছে, তাদের বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে।

মহানবী (সা.) কে কটূক্তিকারী পুলিশ কর্মকর্তা মাশরুফের শাস্তিও দাবি করেন তিনি।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আল আমীন সোহাগের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, এম এ হাসিব গোলদার, এইচ এম আবু বকর সিদ্দীক, শফিকুল ইসলাম, মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার, মুফতী হাফিজুল হক ফাইয়াজ প্রমুখ। বৈরী আবহাওয়ার মধ্যেও শত শত মানুষ মিছিলে অংশ নিয়ে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে পুনরায় বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

১০

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি

১১

কপ৩০ সম্মেলনে আলোচনায় কী থাকছে

১২

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

১৩

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

১৪

সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে যত সিরিজ

১৫

এ ঘৃণ্য কাজটি যারা করেছেন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন : রিপন মিয়া

১৬

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

১৭

নিয়মিত ব্লাড প্রেশার মাপা শুরু করবেন কখন থেকে

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

১৯

নাশকতার মামলা / মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি 

২০
X