জামায়াতে ইসলামীসহ ডান-বাম সবাইকে নিয়ে একমঞ্চে আন্দোলন চায় যুগপৎ আন্দোলনের শরিক ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। দলটি মনে করে, আগামীতে নিজ নিজ অবস্থান কিংবা যুগপৎ আন্দোলন দিয়ে আন্দোলনে সফলতা সম্ভব নয়।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে আগামীর আন্দোলন প্রসঙ্গে এমন প্রস্তাবনা দিয়েছে লেবার পার্টি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর যুগপৎভাবে কর্মসূচি শুরু করতে শরিকদের মতামত নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে লেবার পার্টির সঙ্গে এ বৈঠক করল বিএনপি।
বুধবার থেকে যুগপতের শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে প্রধান শরিক বিএনপি। প্রথম দিন ‘গণতান্ত্রিক বাম ঐক্য’, এনডিএম ও গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেছে।
লেবার পার্টির সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও যুগপতের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য মোহাম্মদ শাহাজাহান এবং ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।
অন্যদিকে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বৈঠক প্রসঙ্গে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান কালবেলাকে বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, আওয়ামী দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে এনে বিএনপির নেতৃত্বে পরিকল্পিত ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে দেশকে এই সরকারের কবল থেকে মুক্ত করা সম্ভব হবে। নিজ নিজ অবস্থান বা যুগপৎ আন্দোলন দিয়ে আন্দোলনে সফলতা সম্ভব নয়, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।