কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ঢাকা, রংপুর, চট্টগ্রামে নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ বিষয়ে বিবৃতি দেন।
তারা বলেন, সরকারের দম্ভই বর্তমান সংকটকে জটিল থেকে জটিলতর করে তুলছে। শিক্ষার্থী, পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটছে। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেপরোয়া আক্রমণ চালিয়েছে।
বিবৃতিতে নেতারা বিভিন্ন স্থানে পুলিশি হামলা আবার কোথাও কোথাও পুলিশের নির্বাক দর্শক হয়ে থাকার ভূমিকারও তীব্র নিন্দা জানান।
তারা বলেন, কোটাব্যবস্থার সংস্কার সময়ের দাবি এবং নিয়মিতভাবেই এই সংস্কারের দ্বারা অব্যাহত রাখতে হবে। এর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। সরকার এ বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়ে কমিশন গঠন করে যুক্তিসঙ্গতভাবে আলাপ আলোচনার মধ্য দিয়েই সংস্কারের কাজটি শুরু করবে, এটাই সবার প্রত্যাশা। সরকার এটি না করে শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে যা কখনোই সফল হবে না।
বিবৃতিতে বগুড়া, ফেনীসহ দেশের বিভিন্নস্থানে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
এ ছাড়া সবার গণতান্ত্রিক অধিকার, সভা-সমাবেশের অধিকার শান্তিপূর্ণভাবে করার নিশ্চয়তা দাবিও জানানো হয়। বিবৃতিতে নেতারা এ ধরনের ঘটনার সুযোগে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, বিরাজনীতিকরণের অপশক্তি, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান।
বিবৃতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সর্বত্র জনগণের প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন